Ekhon TV :: এখন টিভি

কাতারে সেলুন ব্যবসায় সফলতার মুখ দেখেছেন বাংলাদেশি প্রবাসীরা। প্রায় প্রতিটি শহরেই রয়েছে বাংলাদেশি সেলুন। যে কারণে চাহিদা রয়েছে বাংলাদেশি সেলুন কর্মীদের। সেলুনে কর্মরত প্রবাসীদের আয় মাসিক গড়ে এক লাখ টাকা।

সেলুনে যারা কাজ করেন, তাদের বিভিন্ন নামে ডাকা হয়। বাংলাদেশি এ নরসুন্দরদের দিন দিন কদর বাড়ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।

কাতারের সব শহরে বেশিরভাগ সেলুনের মালিক ও কর্মচারী প্রবাসী বাংলাদেশি। সেলুনে কর্মরত এসব প্রবাসী বাংলাদেশিদের মাসিক আয়ও বেশ ভালো। দক্ষতা বিবেচনায় ৫০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত বেতন পান তাঁরা।

কাতার প্রবাসী বাংলাদেশিরা বলেন, আমরা সেলুনে কাজ করে ভালো আছি। ভালো বেতনে কাজ করতে পারছি।

লাভজনক হওয়ায় দিন দিন অনেক প্রবাসী বাংলাদেশি সেলুন ব্যবসায় ঝুঁকছেন।

কাতারে বিভিন্ন সেক্টরে সুনামের সঙ্গে বাংলাদেশিরা কাজ করছেন। এর মধ্যে সেলুন ব্যবসা অন্যতম। প্রবাসী এই বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিতে বেশ ভালোভাবে অবদান রাখছেন।

কাতার বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে কাতার থেকে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১৩৪ কোটি ডলার। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিট্যান্স পাঠানোর হার ১৭ শতাংশ কমলেও, কাতার থেকে কমেছে মাত্র সাত শতাংশ।

এএইচ

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ প্রবাসে এখন খবর