
রমজানে ৯০০ পণ্যের দাম কমালো কাতার
আনোয়ার হোসেন মামুন, কাতার, এখন টিভি
১৮ মার্চ ২০২৩, ১৬:২৪
পবিত্র রমজান উপলক্ষে ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ৯০০ এর বেশি পণ্যের দাম কমালো কাতার সরকার। পুরো রমজান মাসজুড়ে দেশটির সব বাজার ও সুপারশপে থাকবে এই সুবিধা। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
পরিসংখ্যান বলছে, ২০২২ সালে আট শতাধিক ও ২০২১ সালে প্রায় ৬৫০টি পণ্যের দাম হ্রাস করে দেশটি। সে তুলনায় বিগত বছরগুলোর তুলনায় এবার মূল্য ছাড় দেয়া পণ্যের সংখ্যাও অনেক বেশি। এরইমধ্যে সব বাজার ও সুপারশপকে রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত সরকারের নির্দেশনা মেনে পণ্য বিক্রি করার নির্দেশনা জারি করেছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
মূল্যস্ফীতির এই বাজারে কাতার সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছেন দেশটিতে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, চারিদিকে যখন সংকট তখন দোহার এই পদক্ষেপ উদাহরণ হয়ে থাকবে।
বরকতময় মাসে শুধু কাতার নয়, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও চলছে নিত্যপণ্যের দাম কমানোর হিড়িক। নির্দেশনা না মেনে বেশি দামে জিনিসপত্র বিক্রি করলে ব্যবসায়ীদের জেল জরিমানার বিধানও রাখা হয়েছে।
আকন