Ekhon TV :: এখন টিভি

প্রবাসী বন্ধুদের উদ্যোগে সৌদিআরবের রিয়াদে হয়ে গেলো পিঠা উৎসব। যেখানে পিঠা-পুলি নিয়ে হাজির হন ১৫০টি প্রবাসী বাংলাদেশি পরিবার। আর উৎসব প্রাঙ্গণ যেন বাংলাদেশিদের মিলনমেলায় রুপ নেয়।

টেবিলে নানান পদের পিঠা-পুলির সমাহার। উপস্থিত মানুষের পোশাকে বাঙালিয়ানা সাজ। সবমিলিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ রূপ নেয় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়।

অর্থনৈতিক সচ্ছলতার জন্য হাজার হাজার মাইল দূরে গেলেও দেশীয় ঐতিহ্যের কথা ভুলেননি রেমিট্যান্স যোদ্ধারা। তাই মরুর দেশটিতে ১২ জন বন্ধু মিলে পিঠা উৎসবের আয়োজন করেন। বন্ধু মহলের এই আয়োজনে অংশ নেয় ১৫০টি প্রবাসী বাংলাদেশি পরিবার।

প্রবাসী বাংলাদেশিরা বলেন, দেশের সব ধরনের পিঠা নিয়ে এবারের মেলা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে, আমাদের বাচ্চাদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানানো।  

মেলায় দেশীয় প্রায় শতাধিক পিঠা নিয়ে হাজির হতে দেখা যায় প্রবাসী নারীদের। পিঠা উৎসবকে আরও জমকালো করে তোলে সাংস্কৃতিক আয়োজন। নাচে-গানে মাতিয়ে তোলেন অতিথি শিল্পী প্রতিক হাসান, রেশমি মির্জা ও সেলিম রফিক।

উৎসবে অংশ নেয়া বাংলাদেশিরা বলেন, এখানে এসে মনে হচ্ছে, এক টুকরো বাংলাদেশে আছি। আর আমরা সবাই আনন্দিত।

ব্যস্ত জীবনের মাঝেও দেশীয় আমেজে একটু সময় কাটানো এবং বাংলাদেশি ঐতিহ্য প্রবাসীদের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে এই আয়োজন। বন্ধু মহলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান মেলায় আগত প্রবাসীরা।

এএইচ

Advertisement
Advertisement
Advertisement