
পলাতক আসামির দোকান উদ্বোধনে গিয়ে বিতর্কে সাকিব
নোমান আবদুল্লাহ , এখন টিভি
১৬ মার্চ ২০২৩, ১৮:৩৬
বিতর্ক সাকিব আল হাসানের নিত্যদিনের সঙ্গী। তবে এবার যে বিতর্কে জড়ালেন, তাতে চোখ উঠেছে সবার।
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরভ খান ওরফে রবিউল ইসলামের জুয়েলারি দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে রাতেই দুবাই উড়ে যান তিনি। এরপরই গণমাধ্যমের শিরোনাম হন তিনি।
জানা যায়, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরভ খান। ধারণা করা হয়েছিলো, আরাভ খান সম্পর্কে হয়তো শাকিবের স্পষ্ট ধারণা ছিলো না। বরং বাণিজ্যিক কার্যক্রমের অংশ হিসেবে সেখানে যোগ দেন।
তবে গোয়েন্দা পুলিশ বলছে, তাদের জানানো সত্ত্বেও দুবাইয়ে পা রেখেছেন এই ক্রিকেট তারকা।
গয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ জানান, সাকিবকে অনেকবার জানানো সত্ত্বেও তিনি আসামি আরভ খান ওরফে রবিউল ইসলামের জুয়েলারি দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এটি অনেক দুঃখজনক।
এ ঘটনায় সাকিব আল হাসানকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সঙ্গে সেই উদ্বোধনে যোগ দেয়া অন্য তারকাদেরও।
তিনি আরও জানান, এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘি, রাজ, হিরো আলম। বিষয়টি মামুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় তারা কেন আসামিদের অনুষ্ঠানে গেল তা খতিয়ে দেখা হবে।
২০১৮ সালে, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খানকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে এবং পুড়িয়ে দেয়। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলার ৬ নম্বর আসামি রবিউল। পরে তিনি ভারতে পালিয়ে গিয়ে সেখানকার পাসপোর্ট নিয়ে আরভ খান নামে দুবাইয়ে ব্যবসা শুরু করেন।
এসআই