
চট্টগ্রাম ও সিলেট থেকে কাতারে ফ্লাইট চালাবে বিমান
২৭ মার্চ সিলেট-দোহা ও ২৯ মার্চ চট্টগ্রাম-দোহায় চলবে ফ্লাইট
আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে, এখন টিভি
১৬ মার্চ ২০২৩, ১৫:০৯
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর এবারে কাতার প্রবাসী চট্রগ্রাম ও সিলেটবাসীর জন্য সুখবর দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৭শে মার্চ সিলেট-দোহা ও ২৯শে মার্চ চট্টগ্রাম-দোহা রুটে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। সপ্তাহে সোমবার সিলেট-দোহা ও বুধবার চট্টগ্রাম-দোহা রুটে ফ্লাইট চলবে। এতে আসা যাওয়ার দুই টিকিটে খরচ পড়বে ৬০ থেকে ৭৫ হাজার টাকা।
দীর্ঘদিন পর চট্টগ্রাম ও সিলেটে বিমানের ফ্লাইট চালুর খবরে স্বস্তি জানিয়েছেন কাতার প্রবাসীরা। সরাসরি ফ্লাইট চালু হলে চট্টগ্রাম ও সিলেটের প্রবাসীদের ঢাকায় আর বিমানের জন্য অপেক্ষা করতে হবে না। এছাড়াও কাতারে এ দুই অঞ্চলের অনেক প্রবাসী থাকায় নিয়মিত ফ্লাইট চালু থাকলে বিপুল আয়ের সুযোগ রয়েছে বিমানের।
কাতারে থাকা এক প্রবাসী বলেন, ‘চট্টগ্রাম ও সিলেট রুটে কাতার থেকে সরাসরি ফ্লাইট শুরুতে আমাদের দুর্ভোগ লাঘব হবে। এজন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। এছাড়া আমার একটি দাবি থাকবে, কাতারে ৪ লাখ ৬০ হাজার প্রবাসীর মধ্যে প্রায় দেড় লাখ মানুষ চট্টগ্রামের। তাই সপ্তাহে যদি দুইটা ফ্লাইট চালু করলে আমরা অনেক উপকৃত হবো।’
প্রবাসীদের কাতার থেকে দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানে ভ্রমণের আহবান জানিয়ে সেবার মান আরও উন্নত ও ভাড়া কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতারের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘সকল প্রবাসীদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন বাংলাদেশ বিমানে ভ্রমণ করেন।’
আকাশে শান্তির নীড়' এমন স্লোগানে এগিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমানে বিমানের বহরে বর্তমানে ২১টি উড়োজাহাজ রয়েছে।
আকন