
বৈধ চ্যানেলে আয় পাঠাতে লন্ডনে রেমিট্যান্স মেলা

লন্ডনে রেমিট্যান্স মেলা
১৬ মার্চ ২০২৩, ১২:৫৫
নাঈম হাসান , এখন টিভি
১৬ মার্চ ২০২৩, ১২:৫৫
লন্ডনে অর্থনৈতিক কূটনীতি সপ্তাহে ব্রিটিশ বাংলাদেশ হাইকমিশন প্রথম রেমিট্যান্স মেলার আয়োজন করে। পূর্ব লন্ডনের ইমপ্রেশনস ইভেন্ট ভেন্যুতে এই মেলা অনুষ্ঠিত হয়। ব্রিটেন থেকে রেমিটেন্স প্রবাহ বাড়াতে লন্ডন হাইকমিশনের এমন উদ্যোগ।
‘দেশ ও জাতির জন্য সঠিক চ্যানেলের মাধ্যমে আপনার অর্থ পাঠান’ স্লোগানে আয়োজিত এই মেলা প্রবাসীদেরকে বৈধ উপায়ে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করে।
বাংলাদেশ সরকার বৈধ মাধ্যমে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে। যা মূল রেমিট্যান্স পরিমাণে যোগ করা হয়। এতে আইনি মাধ্যমে পাঠানো রেমিটেন্সের পরিমাণ বেড়েছে।
একই সঙ্গে কোনো ফি ছাড়াই প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর সুযোগ দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. শাহরিয়ার আলম। তিনি বৈধ মাধ্যমে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. শাহরিয়ার আলম বলেন, যুক্তরাজ্যের সকল প্রবাসীদের রেমিটেন্স সংক্রান্ত কোনো সহায়তার প্রয়োজন হলে তাদের সহায়তা করা হবে।
মেলায় দেশী-বিদেশী মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো অংশ নেয়।
নেক মানি ট্রান্সফার লিমিটেডের চেয়ারম্যান ইকরাম ফরাজী বলেন, এ ধরনের মেলা আরও চাই। তাহলে বাংলাদেশে আরও রেমিটেন্স বাড়বে। এই মেলায় নেক মানি ট্রান্সফার থেকে প্রায় ১৩ হাজার পাউন্ড পাঠানো হয়েছে।
এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ব্রিটেন থেকে প্রবাসীরা ৯১১ দশমিক ১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। রেমিট্যান্স প্রবাহের দিক থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ব্রিটেন। দুই ঈদ সামনে থাকায় বছরের শেষ পর্যন্ত রেমিট্যান্সের পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
এসআই