
কাতার পর্যটন
ভারতীয়দের পেছনে ফেলেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা
কাতার প্রতিনিধি, এখন টিভি
১৫ মার্চ ২০২৩, ১৪:১৪
মরুভূমি, সমুদ্র সৈকতসহ প্রাচীন সব নিদর্শনের জন্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ কাতার। ফুটবল বিশ্বকাপের পর বিশ্বব্যাপী কাতারের দর্শনীয় স্থানের জনপ্রিয়তা বেড়েছে কয়েকগুণ। তাই ফুরসত পেলেই পর্যটকরা ছুটে আসছেন কাতারে।
ভিনদেশ ভ্রমণে এসব পর্যটকদের দিক নির্দেশনা দিচ্ছে স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো। আর এই খাতে গত কয়েক বছরে বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এক সময় কাতারের ট্যুরিজম ব্যবসায় ভারতীয়দের আধিপত্য থাকলেও কাতারের পর্যটন ব্যবসায় ভারতীয়দের পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো।
বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বেশি হওয়ায় তাদের টিকিটও বিক্রি হচ্ছে বেশি। প্রবাসী বাংলাদেশিরাও অবসর সময় কাটাতে নিজ দেশের প্রতিষ্ঠানগুলো থেকেই টিকিট নিচ্ছেন। এতে আয় বাড়ছে বাংলাদেশি ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোর। আর সেই লাভের অংশ রেমিট্যান্স হিসেবে যোগ হচ্ছে দেশের অর্থনীতিতে।
মুন দোহা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাতারের স্বত্বাধিকারী গোলাম সারোয়ার মিশু বলেন, অচিরেই ট্রাভেল এজেন্সির এই ব্যবসাটা বাঙালি ভাইদের হাতে চলে আসবে। আর বাংলাদেশের মানুষরা আমাদের এখানে নিজের ভাষার কথা বলে সব বুঝে-বুঝিয়ে টিকেট কিনতে পারছে।
ট্যুরিজম ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কর্মরতরা জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৪ ঘণ্টা সেবা চালু রাখেন তারা।
একজন দর্শনার্থী বলেন, টিকেট নেয়ার ক্ষেত্রে আগে ভাষাগত সমস্যা হতো আমাদের। এখন বাংলাদেশি ট্রাভেল এজেন্সি হওয়ার কারণে আমরা সহজেই সব বুঝে নিয়ে টিকেট কাটতে পারছি। আর তারা সার্ভিসও খুব ভালো দিচ্ছে।
ফুটবল বিশ্বকাপের পর থেকেই কাতারের ট্রাভেল-ট্যুরিজম খাত রয়েছে জমজমাট অবস্থানে। তাই এই খাতে নতুন করে বাংলাদেশিদের জন্য তৈরি হয়েছে কর্মসংস্থানের সম্ভাবনা।
আরএন