
ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ
ইতালি, এখন টিভি
১০ মার্চ ২০২৩, ১২:৫৫
ইতালিতে অবৈধ পথে অভিবাসনপ্রত্যাশীদের থামাতে তৎপর জর্জা মেলোনি সরকার। তবুও জীবনের ঝুঁকি নিয়ে দেশটিতে ঢোকার চেষ্টা করেই যাচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। সম্প্রতি অবৈধ উপায়ে সাগরপথে ইতালিতে প্রবেশের সময় নৌকা ডুবিতে প্রাণ যায় ৬৭ জন অভিবাসনপ্রত্যাশীর। যদিও ইউরোপের এই দেশটিতে প্রবেশের জন্য রয়েছে বৈধ্য পথ ও কাজের নিশ্চয়তা।
চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৮৩ হাজার বিদেশি কর্মী নিতে যাচ্ছে ইতালি সরকার। এরমধ্যে স্বল্পমেয়াদি ভিসায় ৪৪ হাজার আর দীর্ঘ মেয়াদী ভিসায় ৩৮ হাজার ৭০৫ জন বিদেশি আবেদনের সুযোগ পাবেন। যার বড় অংশই যোগ দেবেন কৃষিখাতে।
এ আওতায় আবেদন করতে পারবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ ৩৩টি দেশের নাগরিক। আগ্রহীরা ২৭ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইতালির ওয়ার্ক ভিসার জন্য আবেদনের সুযোগ পাবেন।
আবেদন করার ৩০ দিনের মধ্যে পাওয়া যাবে ছাড়পত্র। যেটি বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান দূতাবাসে জমা দেওয়ার পরে ২০ দিনের মধ্যে পাওযা যাবে ভিসা।
ইতালীয় নিয়োগকারী এবং আগ্রহী কর্মীর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হবে এই নিয়োগ প্রক্রিয়া। এতে দূতাবাসের কোনো সম্পৃক্ততা থাকবে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। এ অবস্থায় সুখবরের পাশাপাশি প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাই সতর্কতার সঙ্গে আবেদনের পরামর্শ তাদের।
ইতালিতে অবস্থানরত সিজনাল ভিসায় এবং শিক্ষা অথবা প্রশিক্ষণ ভিসায় আগত ৬ হাজার ৬০০ জনের ভিসা পরিবর্তন করে স্থায়ী কর্মী ভিসায় কিংবা নন সিজনাল ভিসায় রূপান্তর করার সুযোগ থাকবে।
এফএইচ