
ইতালিতে মাসে ১০ লাখ ইউরো আয় করছে প্রবাসী ব্যবসায়ীরা
মনিরুজ্জামান মনির , এখন টিভি
০৯ মার্চ ২০২৩, ১৭:৫৯
৮০ দশকে ইতালিতে প্রবাসী হিসেবে বসবাস শুরু করেন বাংলাদেশিরা। তবে এই অভিবাসীরা নব্বইয়ের দশকে বিদেশের মাটিতে তাদের ভীতি জোরদার করেছিলো।
বিভিন্ন পেশায় নিয়োজিত হওয়ার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ শুরু করেন। বর্তমানে প্রায় দুই লাখ বাংলাদেশি ইতালিতে সুপার শপ, মুদি ব্যবসার সঙ্গে জড়িত।
রাজধানী রোমসহ প্রতিটি শহরের রাস্তাঘাটে বাংলাদেশিদের প্রতিষ্ঠান রয়েছে। যা থেকে হচ্ছে আশানুরূপ উপার্জন। এ খাত থেকে প্রতি মাসে প্রবাসী ব্যবসায়ীরা আয় করেন প্রায় ১০ লাখ ইউরো। রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখা হচ্ছে।
ইতালির গ্রোসারি ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন, ইতালিতে আসার পর থেকে আমি ১৯ বছর ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত। আমি এই ব্যবসা থেকে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারি।
ইতালিতে অনেকের রয়েছে মিনি মার্কেট বা আলিমেন্টারির মতো একাধিক প্রতিষ্ঠান। তারা যেমন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তেমনি সৃষ্টি করছেন অসংখ্য কর্মসংস্থানও।
ইতালির আরেক গ্রোসারি ব্যবসায়ী মো. বিল্লাল জানান, এ ব্যবসা থেকে প্রতি মাসে ৫-৬ হাজার ইউরো আয় করেন। সকলে এই ব্যবসা করে ভালো আছেন।
মিনি মার্কেট বা এ ধরনের এলিমেন্টারি একদিকে যেমন বাংলাদেশি পণ্যের চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে ইতালিতে বাংলাদেশকে উপস্থাপন করছে।
গত বছরে ইতালি থেকে পাঠানো রেমিটেন্সের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। দেশের বাজারে মুদি ব্যবসার মাধ্যমে বাংলাদেশি পণ্যের প্রচার সম্ভব।
দেশীয় পণ্য সঠিকভাবে ব্র্যান্ডিং করা গেলে মোটামুটি মুনাফা করা সম্ভব বলে দাবি করছেন প্রবাসী ব্যবসায়ীরা। এতে প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীরাও উপকৃত হবেন।
এসআই