
মালয়েশিয়ায় নিয়ে ১১৭ বাংলাদেশিকে কাজ দেয়নি নিয়োগকর্তা

মালয়েশিঙয়ার মানবসম্পদ মন্ত্রী ভি. শিবকুমার
০৩ মার্চ ২০২৩, ১৯:২০
এখনটিভি ডেস্ক, এখন টিভি
নতুন করে মালয়েশিয়ায় আসা ১১৭ জন বাংলাদেশিকে চাকরিতে নিয়োগ দেয়নি তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি. শিবকুমার।
মন্ত্রী আরো জানান, বাংলাদেশ হাইকমিশন থেকে অভিযোগ করা হয়েছে, ১১৭ জন বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় আসার দুই সপ্তাহেও কাজ দেওয়া হয়নি। তবে বাংলাদেশ হাইকমিশন এখন টিভি’কে নিশ্চিত করেছে যে তারা ৯২ জন কর্মীর বিষয়ে চিঠি লিখেছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা’র খবরে বলা হয়, সংশ্লিষ্ট নিয়োগকর্তারা আবেদনপত্র জমা দিলেও কর্মীদের গ্রহণ করতে প্রস্তুত না হওয়াসহ বিভিন্ন অজুহাত দিয়েছে। তবে মানবসম্পদ মন্ত্রী ভি. শিবকুমার বাংলাদেশি কর্মীদের বর্তমান অবস্থা জানিয়ে বলেন বলেন, শ্রমিকদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে এবং অন্য নিয়োগকর্তারা তাদের নিয়োগ দিতে চাইলে মানবসম্পদ মন্ত্রণালয় সহায়তা করবে।
বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম) নাজমুস সাদাত সেলিম জানান, তাদেরকে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে কাজের কথা বলে আনা হলেও কাজ দিতে পারেনি কোম্পানিটি।
তিনি আরো বলেন, মানবসম্পদ মন্ত্রণালয় আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছে এটি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এদিকে চলমান বিদেশি কর্মী ব্যবস্থাপনা শিথিলকরণ পরিকল্পনার অপব্যবহার না করার জন্য মালয়েশিয়ার নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে। মানবসম্পদ মন্ত্রী বলেছেন, পরিকল্পনাটি জটিল খাতে দ্রুত জনশক্তির চাহিদা পূরণের জন্য চালু করা হয়েছে। নিয়োগকর্তারা বিদেশি কর্মী নিয়োগের পরে স্থানীয় কর্মীদের বরখাস্ত করার অজুহাত হিসাবে এটি ব্যবহার করবেন না।
এমএস