Ekhon TV :: এখন টিভি

প্রযুক্তি অঙ্গনে কর্মী ছাঁটাইয়ের হিড়িক

চাকরি হারালেন জুমের সভাপতি গ্রেগ টম্ব

এখনবিশ্ব ডেস্ক, এখন টিভি

০৬ মার্চ ২০২৩, ১৯:১২

প্রযুক্তি বাজারেও পড়েছে বৈশ্বিক মন্দার প্রভাব। প্রত্যাশিত লাভের মুখ না দেখায় প্রতিষ্ঠানকে চাঙা করতে মরিয়া ব্যবসায়ীরা। সেই চেষ্টায় বিভিন্ন কোম্পানি সিদ্ধান্ত নিচ্ছে কর্মী ছাঁটাইয়ের। গেলো বছর থেকে শুরু হওয়া সেই ধারা এখনো বহমান।

এবার আচমকাই চাকরি হারালেন জুম ভিডিও কমিউনিকেশনের সভাপতি গ্রেগ টম্ব। অথচ গেলো মাসের শেষ সপ্তাহে প্রতিষ্ঠানটির এক হাজার ৩০০ কর্মী ছাঁটাই সিদ্ধান্তের পেছনে তারই হাত ছিলো। জানা গেছে, ২০২২ সালের জুনেই চাকরিতে যোগ দিয়েছিলেন টম্ব। অর্থাৎ এক বছরও এই সংস্থায় টিকতে পারলেন না প্রবীণ এই কর্পোরেট।

এই ঘটনার পর কোম্পানিটির অন্যান্য কর্মীরাও রয়েছেন আতঙ্কে। কেন এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে তা নিয়ে উঠছে হাজারও প্রশ্ন। এর পাশাপাশি জুম কোম্পানিতে ফের কর্মী ছাঁটাই হওয়ার আশঙ্কাও করছেন অনেকেই। অন্যদিকে গ্রেগ টম্বকে ছাঁটাইয়ের ঘোষণা দিলেও তার জায়গায় কে বসবেন তাও নিশ্চিত করেনি জুম কর্তৃপক্ষ। জুম সংস্থায় যোগ দেয়ার আগে গুগলের সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন গ্রেগ।

এদিকে অ্যাপভিত্তিক বাড়িভাড়া সেবাদানকারী প্রতিষ্ঠান এয়ারবিএনবি চলতি সপ্তাহে কর্মীনিয়োগ বিভাগের ৩০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছে। এই সিদ্ধান্তের ফলে সংস্থাটির ০ দশমিক ৪ শতাংশ লোকবল কমল। এয়ারবিএনবি'র মোট কর্মী সংখ্যা ৬ হাজার ৮০০।

ছাঁটাইয়ের এই খবরে রীতিমতো অবাক হয়েছে প্রতিষ্ঠানটির অন্য কর্মীরা। কারণ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোর এই সংস্থাটি ফেব্রুয়ারিতেই বলেছিল, তারা চলতি বছরে আরও কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই, নিয়োগ না দিয়ে উল্টো বরখাস্ত করা হল।

আকন

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ চাকরির বাজার খবর